একটি গোলের জন্য ম্যানচেস্টার সিটিকে সাধারণত এতটা অপেক্ষা করতে হয় না। তবে গতকাল পেপ গার্দিওলার ছেলেদের কঠিন পরীক্ষাই নিল ১০ জনের উলভারহাম্পটন। যদিও শেষ পর্যন্ত সিটিজেনদের থামিয়ে রাখতে পারেনি উলভস।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রাহিম স্টার্লিংয়ের গোলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ম্যানসিটি। ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন স্টার্লিং। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি তাঁর শততম গোল। স্টার্লিংয়ের গোলের সেঞ্চুরির দিন রেকর্ড গড়েছে তাঁর ক্লাব সিটিও। লিগ ইতিহাসে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন সিটিজেনদের।