চট্টগ্রামে মাহমুদা আক্তার আঁখি হত্যা মামলায় তাঁর স্বামী আইনজীবী আনিসুল ইসলামকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন। এ সময় তাঁকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ শেষে চার দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া রিমান্ড প্রতিবেদন পাওয়ার পর আসামির করা জামিনের আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আনিসুল ইসলাম ২০১৮ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মাহমুদা আক্তার আঁখি ১৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার দশ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আনিসুলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেন।