Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভাতিজা’র দায়ের কোপে চাচা নিহত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

ভাতিজা’র দায়ের   কোপে চাচা নিহত

সাতক্ষীরার কালীগঞ্জে জমির সীমানায় শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে ভাতিজা হাবিবুল্লাহর দায়ের কোপে চাচা সাইফুল ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সাইফুলের স্ত্রী বিলকিস বেগম জানান, সোমবার বিকেল ৫টার দিকে তাঁর স্বামী নিজের সীমানার মধ্যে শৌচাগার বানাতে গেলে ভাসুর সামাদ গাজী এসে শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করতে যান। এ সময় শাবল ধরে ফেলেন সাইফুল। চিৎকার শুনে তিনি ও তার বোন তানিয়া ঘটনাস্থলে ছুটে যান।

কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাসুর সামাদের ছেলে হাবিবুল্লাহ ধারালো রাম দা দিয়ে সাইফুলের পেট ও বুকে কোপ মারে। এতে সাইফুলের নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে প্রতিবেশীরা মোটরসাইকেলে করে সাইফুলকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যার দিকে দিকে তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক হাবিবুল্লাহকে উত্তম-মধ্যম দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য গত মঙ্গলবার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার মামলা হয়েছে। অভিযুক্ত হাবিবুল্লাহকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ আটক করা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ