বলিউড সুপারস্টার সালমান খানের ৫৬তম জন্মদিন আজ। তার আগেই ঘটেছে দুর্ঘটনা। গতকাল রোববার খামারবাড়িতে সাপে কামড়িয়েছে এই অভিনেতাকে। রায়গড়ের পানভেলে নিজের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন ‘ভাইজান’। সেখানেই এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের এক হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সালমানকে। ২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন সালমান।জন্মদিনে সালমানভক্তদের জন্য তাঁর সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য প্রকাশ করা হলো।