ঢাকার দোহার উপজেলার পাঁচটি ইউনিয়ন ও নবাবগঞ্জের ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
দোহার উপজেলার ৫টি ইউপি হলো নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুর। একই সঙ্গে নবাবগঞ্জ উপজেলার ১৩টি ইউপি হলো আগলা, কলাকোপা, কৈলাইল, গালিমপুর, জয়কৃষ্ণপুর, নয়নশ্রী, বক্সনগর, বড়ুয়াখালী, বাহ্রা, বান্দুরা, যন্ত্রাইল, শিকারীপাড়া ও শোল্লা।
তফসিল অনুযায়ী, এসব ইউপিতে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৭-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি তারিখ ১০-১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোট গ্রহণ ৩১ জানুয়ারি।
এ বিষয়ে দোহার উপজেলার নির্বাচন কমিশনার রেজাউল করিম বলেন, ‘শনিবার দোহারে ৫টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে।’
বাকি তিনটা ইউনিয়ন ও পৌরসভার তফসিলের বিষয় প্রশ্ন করলে ইউএনও বলেন, ‘সীমানা জটিলতা নিরসনে কাজ এখনো সম্পন্ন শেষ হয়নি। হলে ভোটার তালিকা তৈরি করতে হবে তারপর সেগুলোর তফসিল ঘোষণা করা হবে।’
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, ‘নবাবগঞ্জের ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। তবে চূড়াইন ইউনিয়নের তফসিল ঘোষণা কেন করা হয়নি, সে বিষয়ে আমরা জানি না।’