কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার নলুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার নলুয়া গ্রামের সাবেক চেয়ারম্যান সত্তরের বাড়ি থেকে তল্লাশি করে গাঁজাসহ মো. ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।