মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে চৌকিদার জয়নাল আবেদিন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। জয়নাল বাঁশতৈল গ্রামের বাসিন্দা।
বাঁশতৈল গ্রামের বাসিন্দা আনাইতারা ইউপির সচিব বজলুর রশিদ বলেন, সকালে ইউপিতে কর্মরত অবস্থায় তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে পাশের হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাদ আসর বাঁশতৈল মানিক বাজার জামে মসজিদে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জয়নালের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঁশতৈল ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম মিল্টন ও আনাইতারা ইউপির সচিব বজলুর রশিদ প্রমুখ।