বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বাবার বিরুদ্ধে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষার ফলাফল দেরি করে প্রকাশ করার অভিযোগ এনে শিক্ষকের ওপর হামলা চালান ওই অভিভাবক।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বহাটি গ্রামে প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিকীর (৫৫) ওপর হামলা চালান শিক্ষার্থীর বাবা ও পার্শ্ববর্তী ফরদাবাদ গ্রামের মো. ময়নাল হোসেন (৪৫)। এ সময় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।
এ ঘটনায় আহত প্রধান শিক্ষকের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কবির জয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’
ভুক্তভোগী প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের ভেতর দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান তিনি। আমি অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে। আমি হামলার বিচার চাই।’
বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌশাদ মাহমুদ বলেন, ‘শিক্ষকের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে জানতে ময়নাল মিয়াকে ফোন করেও পাওয়া যায়নি।