চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ইসাহাক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিসের ধারণা, রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গত শনিবার মধ্যরাতে জামালপুর গ্রামের ইসাহাক আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ওই বাড়ির চারদিকে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হন। খবর দেন ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, আগুন লাগার শুরুতে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো।