ফুটবলার বাদল রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাউদকান্দির ইলিয়টগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ এ আয়োজন করে।
সভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার সমীর দত্ত।
এতে প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া পরিষদের সাধরণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন।
কুমিল্লার সুতাকল ক্লাব দিয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল বাদল রায়ের। ঢাকা মোহামেডানের হয়ে খেলার মাধ্যমে তিনি তাঁর জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। ২০০৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান।