নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা করা হয়েছে। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল রোববার দুপুরে সিলেট মহানগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন সভায় সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করে। বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, ব্যবসায়ী ফাহিম আহমদ চৌধুরী।
প্রধান অতিথি ফয়সল মাহমুদ বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। এই আইনের নবম অধ্যায়ের ৫২,৫৩, ও ৫৪ ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত পাপন মিয়াকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। এ সময় তাঁর চিকিৎসা জন্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।