যশোরের চৌগাছায় করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচারের জন্য পুরস্কার ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের প্রচার চালাতে উদ্বুদ্ধ করতে এই পুরস্কার ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যে ইউনিয়ন এবং ওয়ার্ডে করোনা প্রতিরোধে সবচেয়ে বেশি প্রচার চালানো হবে এবং সংক্রমণের হার কম হবে সে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যকে পুরস্কার দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার প্রত্যেক ইউপি চেয়ারম্যান তাঁর ইউনিয়নের সব ওয়ার্ড সদস্যদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটির মিটিং করে এসব কর্মসূচি বাস্তবায়ন শুরু করতে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
নির্দেশনাগুলো হলো প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনা সচেতনতায় ব্যাপক মাইকিং করতে হবে। ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবী দল গঠন করতে হবে। এই স্বেচ্ছাসেবী সদস্যরা নিজেদের মধ্যে জোন ভাগ করে নিয়ে ইউনিয়নের বিভিন্ন বাজার, মসজিদ ও জনসমাগম হয় এমন স্থানে গিয়ে সাধারণ মানুষকে বোঝাবেন।
মাস্ক পরা ও টিকা নিতে উৎসাহিত করবে। প্রয়োজনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বোঝানো। এ ক্ষেত্রে গ্রাম পুলিশদেরও কাজে লাগাতে হবে।
প্রতি ওয়ার্ডের সব মসজিদে ইমামেরা করোনার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করবেন এবং মাস্ক পরার বিষয়ে বোঝাবেন।
তাঁরা টিকা নিতে উৎসাহিত করবেন এবং মাস্ক না পরলে মসজিদে নামাজে অংশগ্রহণ করতে দেবে না মর্মে জানিয়ে দেবেন। ওয়ার্ড সদস্যরা সংশ্লিষ্ট ওয়ার্ডের সব ইমামকে ডেকে এ বিষয়ে জানিয়ে দেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যশোর করোনা সংক্রমণের রেড জোনে রয়েছে। চৌগাছাতেই করোনা বাড়ছে। এই সংক্রমণ থেকে উপজেলার মানুষকে রক্ষা করতে প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’