আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় গণসংবর্ধনা পেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার বেলা ৩টায় শহরের বাটার মোড়ে বিশাল এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নগর আওয়ামী লীগ।
অনুষ্ঠানে হাজার হাজার দলীয় নেতা–কর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিপেশার সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করে নগর আওয়ামী লীগ। এরপর পর্যায়ক্রমে হাজার হাজার দলীয় নেতা–কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ রাসিক মেয়র লিটনকে শুভেচ্ছা জানান।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক। পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহানসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন আসনের সাংসদ এবং বিভিন্ন জেলা আওয়ামী লীগের নেতারা। মেয়র খায়রুজ্জামান লিটনের পরিবারের পক্ষে তাঁর মেয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বক্তব্য দেন।
গণসংবর্ধনা পেয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের জন্য এবং মানুষের জন্য কাজ করে যাব। আমার পরিশ্রম মেধা, শ্রম যদি দলের জন্য বিন্দুমাত্রও কাজে লাগে, সেটি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’