Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

২৬ ইউপিতে ইভিএমে ভোট

সিলেট প্রতিনিধি

২৬ ইউপিতে ইভিএমে ভোট

ষষ্ঠ ধাপের নির্বাচনে সিলেট বিভাগের ২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আগামী বছরের ৩১ জানুয়ারি এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানিয়েছেন, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বিভাগের চার জেলার মধ্যে দুটি জেলার (সিলেট ও হবিগঞ্জ) ২৬ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যে সব ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট হবে সেগুলো হলো-সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউপি, ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউপি, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউপি, গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউপি এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউপি।

অপরদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউপি এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি। আর ভোট গ্রহণ হবে ৩১ জানুয়ারি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ