Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

গতকাল শনিবার বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে বর্ণাঢ্য নানা আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হয়।’। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বশেফমুবিপ্রবি পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মির্জা আজম এবং বশেফমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দীন আহমেদ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বশেফমুবিপ্রবি ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী আহমেদ, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন প্রমুখ।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামালপুর-দেওয়ানগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে ফের প্রশাসনিক ভবনের গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ঢাকায় যেসব অফিসে কার্যক্রম পরিচালনা হচ্ছে। সেই অফিস গুলো জানুয়ারির মধ্যেই এ বিশ্ববিদ্যালয় স্থানান্তর করা হবে। বিশ্ববিদ্যালয়ে যারা জমি দান করেছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দাওয়াত দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য সৈয়দ সামসুদ্দীন আহমেদ। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় যাতে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সে জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দিবসটি উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। শিক্ষার্থীদের আলপনায় সেজেছে বশেফমুবিপ্রবি চত্বর। অনুষ্ঠানমালার শেষটায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ