মির্জাপুরে নিউমোনিয়া প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়েছে। এ সময় নিউমোনিয়ার প্রতিকার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়। গতকাল রোববার পৃথক তিনটি ক্যাম্প স্থাপন করে এই প্রচার চালানো হয়।
দিবসটি উপলক্ষে সকালে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) উদ্যোগে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই ক্যাম্প স্থাপন করা হয়। এদিকে কুমুদিনী হাসপাতালের নতুন লাইব্রেরিতে নিউমোনিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ক্যাম্পের উদ্বোধন করেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ ত্রয়ী বড়ুয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।
এ সময় ড. সেঁজুতি সাহা বলেন, ‘প্রতিবছর বিশ্বে নিউমোনিয়ায় ৮ লাখ শিশু মারা যায়; তার মধ্যে শুধু বাংলাদেশেই ৫০ হাজার। তবে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসছে। কিন্তু আমাদের আরও কমাতে হবে। অবশ্যই প্রত্যেক শিশুকে টিকা দিতে হবে। এ ছাড়া প্রত্যেক শিশুর পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে।