ঈশ্বরগঞ্জে হাদিসা আক্তার পপি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (নামাপড়া) এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পপি আক্তার ওই এলাকার তহুর উদ্দিনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার মোনায়েম (২২) নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পপি আক্তারের। মোনায়েম তার প্রতিবেশী চাচা হন। তাদের এই প্রেমের সম্পর্ক জানাজানি হলে গ্রামের লোকজন তাদের বিয়ের সিদ্ধান্ত নেন।
পরে এই বিয়েতে অসম্মতি জানান মোনায়েম। বিষয়টি মেনে নিতে না পরে গতকাল সকালে সকলের অগোচরে টয়লেটে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পপি আক্তার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘প্রেমে ব্যর্থ হয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’