আজকের পত্রিকা ডেস্ক
ক্ষমতা গ্রহণের পর তালেবানের প্রায় সব নির্দেশনায় অবহেলিত হচ্ছেন আফগান নারীরা। সর্বশেষ এক আদেশে কাবুল মিউনিসিপ্যালটির নারী কর্মকর্তা-কর্মচারীদের অফিসে না আসতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নারীদের বাসায় থাকতে হবে বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। কাবুলে মিউনিসিপ্যালটির এক-তৃতীয়াংশ নারী। গত রোববার কাজে ফিরতে বিভিন্ন স্থানে নারীরা বিক্ষোভ করেছেন।