কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পৃথক অভিযানে পান্টি ও লালনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম, জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পদ্মনগর গ্রামের মেহেদি হাসান ও খোকসা উপজেলার খোকসা থানা পাড়ার সেলিম রহমান।