দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা যায়, গতকাল ভোট চলাকালীন সময়ে বিদ্যালয় মাঠে ও পাশের একটি অটো গ্যারেজের সামনে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নির্বাচনে ঢাকা ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম সবজল সমর্থিত প্যানেলের ৪ প্রার্থী বিজয়ী হয়। অপরদিকে আওয়ামী লীগের উপকমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সদস্য মাকসুদ আলম ডাবলু সমর্থিত প্যানেলের ১ প্রার্থী জয়লাভ করে। নির্বাচনকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার শাওন ও শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ।