শাল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করেন।
এর মধ্যে হবিবপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী তিনজন ও আটগাঁও ইউপিতে সদস্য প্রার্থী একজন। বাহাড়া ইউপিতে দুজন চেয়ারম্যান প্রার্থী ও শাল্লা ইউপিতে তিনজন চেয়ারম্যান প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন এ চার ইউপির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খান ও জয়নাল আবেদীন।
হবিবপুর ইউপিতে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন জগদীশ দাস, আফিজুল ইসলাম ও তপন কান্তি দাস। আটগাঁও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম। বাহাড়া ইউপিতে বিধান চৌধুরী, তকবীর হোসেন। শাল্লা ইউপিতে জামান চৌধুরী, আব্দুল গণি ও শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন।
হবিবপুর ও আটগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খান বলেন, ‘যাঁরা বৈধ হলেন আজ সোমবার তাঁদের প্রতীক বরাদ্দ করব। এরপর থেকে তারা প্রচারণা চালাতে পারবেন।’