ফেনী গার্লস ক্যাডেট কলেজের আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার বিকেলের কলেজের সেন্ট্রাল খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাইদুল ইসলাম। এ ছাড়া উপস্থিতি ছিলেন মিসেস শাম্মী আখতার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হক, সিভিল সার্জন রফিক উস সালেহীন প্রমুখ।
জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। আজকের এই কষ্ট একদিন সফলতা এনে দেবে। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে অভিভাবকেরা ক্যাডেট কলেজে চ্যালেঞ্জিং জীবন জানা সত্ত্বেও উৎসর্গ করেছেন সেই অভিভাবকের জন্য শ্রদ্ধা।