মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রাক উল্টে ৫৪ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন, যাঁদের বেশির ভাগই মধ্য আমেরিকার নাগরিক বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স বলছে, এটি সাম্প্রতিক বছরগুলোয় মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মধ্যে একটি।
নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের ভিডিও ফুটেজ অনুসারে, চিয়াপাস রাজ্যের টাক্সতলা গুতেরেস শহরের কাছে সড়কের একটি বাঁক ঘোরার সময় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪৯ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিয়াপাসের গভর্নর রুতিলিও এসকান্দন।
ট্রেইলার ট্রাকটির ভেতরে ১০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দারিদ্র্য এবং সহিংসতা থেকে বাঁচতে মধ্য আমেরিকা থেকে পালিয়ে আসা অভিবাসীরা সাধারণত মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।