প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে হবিগঞ্জে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। অসুস্থ অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন।
ভুক্তভোগী তরুণী জানান, প্রায় ৯ মাস আগে মোবাইলে রং নম্বরে পরিচয় হয় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার বাসিন্দা সাগর মিয়ার (২৫) সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।
বুধবার তিনি সাগরের সঙ্গে দেখা করতে হবিগঞ্জ আসেন। পরে তাঁকে অলিপুর এলাকার একটি রুমে আটকে রেখে দুই সহযোগীকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান সাগর।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।’