ভোলার লালমোহন উপজেলায় দুটি এক হাজার টাকার জাল নোটসহ নাছির হোসেন পান্নু (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাঁকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে আটক করা হয়। আটক নাছির হোসেন পান্নু পাবনা জেলার সাথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পাগলা চন্দিপুর গ্রামের বাসিন্দা।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, ‘ডাওরী বাজারে নাছিরের দেহ তল্লাশি করে দুটি এক হাজার টাকার জাল নোট পায় পুলিশ। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান উপপরিদর্শক নুর উদ্দিন।