টাকার বিনিময়ে টিকা দেওয়ার অভিযোগে বদলি স্বাস্থ্যকর্মী মহিব উল্যাহকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কর্মস্থল জেলার হাতিয়ার ভাসানচরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বার ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট এলাকার রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ১২৬ জন শিশু টিকা নিতে আসে। এর মধ্যে শতাধিক শিশুকে ৫০ টাকার বিনিময়ে টিকা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ইপিআই পোর্টার মহিব উল্যাহর বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (গতকাল) সকালে তাঁকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে বদলি করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।