Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৭ বছর পর বলিউডে আতিফ

বিনোদন ডেস্ক

৭ বছর পর বলিউডে আতিফ

পাকিস্তানি গায়ক হলেও আতিফ আসলাম ভারতে ব্যাপক জনপ্রিয়। বলিউডের সিনেমায় তাঁর কণ্ঠে অনেক গান সুপারহিট হয়েছে। ২০১৬ সালের উরি হামলার পর ভারতে নিষিদ্ধ করা হয় পাকিস্তানি শিল্পীদের। এরপর বলিউডে আতিফ আসলামের আর কোনো গান পাওয়া যায়নি। দীর্ঘ ৭ বছর পর আবারও তিনি বলিউডে ফিরছেন। টাইমস অব ইন্ডিয়া গতকাল জানিয়েছে, অমিত কেশরিয়া পরিচালিত ‘লাভ স্টোরি অব নাইনটিজ’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ।

সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অধ্যয়ন সুমন ও দিভিতা রায়কে। সিনেমাটির প্রযোজক-পরিবেশক হরেশ সাঙ্গানি ও ধর্মেশ সাঙ্গানি এক বিবৃতিতে জানিয়েছেন, এটা খুবই আনন্দের খবর যে আতিফ আসলাম ৭-৮ বছর পর বলিউডে ফিরছেন। আমাদের সিনেমা দিয়েই তাঁর এ প্রত্যাবর্তন হচ্ছে। লাভ স্টোরি অব নাইনটিজ সিনেমার প্রথম গানটি গাইলেন তিনি। এ খবর জানার পর থেকে আতিফের ভক্তরা যে ভীষণ খুশি, তা বলার অপেক্ষা রাখে না। তাঁরা জানিয়েছেন, লাভ স্টোরি অব নাইনটিজ সিনেমায় যে গানে আতিফ আসলাম কণ্ঠ দিয়েছেন, সেটি একটি রোমান্টিক গান। প্রযোজকদের আশা, আতিফের এই নতুন গান এ বছর বলিউডের অন্যতম হিট গান হবে।

পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম নেওয়া আতিফ ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে, ‘জাল’ ব্যান্ডের মাধ্যমে। মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা, পশতুসহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। ‘বল’ নামের একটি সিনেমায় অভিনয়ও করেছেন আতিফ। ‘জেহের’ সিনেমার ‘ওহ লামহে ওহ বাতে’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘পেহলি নাজার ম্যায়’, ‘বেখুদা তুমহি হো’, ‘তু জানে না’, ‘ম্যায় রং শরবতো কা’, ‘দিল দিয়া গাল্লা’সহ হিন্দি সিনেমায় প্রায় ৮০টি গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ