শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় শিবপুর প্রাথমিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় উপজেলার এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কর্মকর্তার পক্ষ থেকে মো. ফজলুর রহমান, শিবপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নাহার, কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন, প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি লাভলী সুলতানা প্রমুখ।