Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রামুতে আমন ধান কাটতে ব্যস্ত কৃষক

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামুতে আমন ধান কাটতে ব্যস্ত কৃষক

কক্সবাজারের রামুতে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা ধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

গতকাল রোববার সকালে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে চাষিদের আমন ধান কাটতে দেখা গেছে। তবে এখনো অনেক খেতের ধান পাকেনি।

কৃষকেরা বলছেন, এবার ধানের ভালো ফলন হয়েছে। আর কিছুদিন আবহাওয়া অনুকূলে থাকলে ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন।

রাজারকুলের হাজী পাড়ার কৃষক দিদার মিয়া। এ বছর তিনি নিজের দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতি একর ধান চাষে তাঁর ১৫ হাজার ৭৫০ টাকা খরচ হয়েছে। প্রতি একরে ২৬ দশমিক ২৫ মণ ধান হবে বলে তিনি আশা করছেন। ধান বিক্রি করে তাঁর বেশ লাভ হবে।

এদিকে বর্গাচাষিদের মধ্যে ধানের মূল্য নিয়ে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পূর্ব রাজারকুলের বড়ুয়াপাড়ার বর্গাচাষি অনিল বড়ুয়া বলেন, জমি বর্গা নিয়ে ধানের চাষ করেছেন। সব খরচ বাদ দিয়ে প্রতি একরে তাঁর লাভ হয়েছে মাত্র ২ হাজার ২৫০ টাকা। আগামী মৌসুমে ধান চাষ করবেন না বলে জানান তিনি।

বাজার ঘুরে জানা যায়, বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার সর্বমোট ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এখনো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। উপজেলার এবার প্রায় ২২ জাতের ধান চাষ হয়েছে। সরকারিভাবে ধানের মূল্য রয়েছে মণপ্রতি ১ হাজার ৮০ টাকা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ