সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় বেসিক ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন বেসিক ব্যাংকের পরিচালক রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, আব্দুল খালেক খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।