Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আ.লীগ নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

আ.লীগ নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন

শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীকে হারাতে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ ব্যাপারীর বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতা-কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

অভিযোগ উঠেছে, উপজেলার রাঢ়িখাল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী ছিলেন আব্দুল বারেক খান বারী। ভোটে তাঁকে পরাজিত করার লক্ষ্যে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হারুন উর রশিদের পক্ষে কাজ করেন হানিফ ব্যাপারী। আর এর বিনিময়ে তিনি পর্যায়ক্রমে ৬ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন।

রাঢ়িখাল ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নেন। বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী নৌকা প্রতীকে ৮২২ ভোটের ব্যবধানে নৌকা জয়লাভ করে।

তুহেল খান নামে এক যুবলীগের নেতা তাঁর ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘নৌকার বিরুদ্ধে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ ব্যাপারী আনারসের পক্ষে কাজ করার জন্য ৬ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন।’

স্বতন্ত্র প্রার্থী হারুন উর রশিদের ছেলে নজরুল ইসলাম লিটু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মিথ্যা বলব না, আমার বাবাকে বিজয়ী করতে হানিফ ব্যাপারী প্রথশে ৫ লাখ এবং পরে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে।’

টাকা নেওয়ার বিষয়ে হানিফ ব্যাপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হারুন উর রশিদ নির্বাচনে ফেল করায় আমার বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে।’

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল বলেন, ‘এ বিষয়ে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো প্রার্থী আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নিব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ