Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তাদের যাত্রা আলোর পথে

তাদের যাত্রা আলোর পথে

শ্রেণিকক্ষে ঢুকতেই স্পষ্টভাবে শব্দগুলো কানে না এলেও সালাম দিয়েছে এটা বুঝতে বাকি রইল না। সঙ্গে সঙ্গে কক্ষে থাকা সবাই দাঁড়ানোর চেষ্টা করেও কেউ কেউ পারেনি।

গত বৃহস্পতিবার বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে গেলে এমন দৃশ্য দেখা যায়। বিদ্যালয়টি যশোরের ঝিকরগাছার রঘুনাথ নগরে অবস্থিত।

 ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টিতে বর্তমানে ৪৭০ প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিতুর রহমান বলেন, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম পর্যন্ত পৃথক শ্রেণি রয়েছে। শারীরিক, দৃষ্টি, বাক্‌, শ্রবণ, বুদ্ধি এবং অসুস্থতাজনিত প্রতিবন্ধীরা দূর-দূরান্ত থেকে এসে পড়াশোনা করছে।

শিক্ষকেরা প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা ও গান-বাজনার প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রতিবন্ধীদের ধরনানুসারে ৮ জন শিক্ষক বিশেষ প্রশিক্ষণ (বিএসইডি) প্রাপ্ত। বর্তমানে বিদ্যালয়টিতে ২৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আব্দুল আলীম বলেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বিদ্যালয়টি স্থাপন করি।’

সমাজসেবা অধিদপ্তরের যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, জেলার মধ্যে বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিবন্ধীদের শিক্ষা-সাংস্কৃতিক ও ক্রীড়ায় অবদান রেখে চলছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান বলেন, প্রতিবন্ধীদের মূলধারায় আনতে প্রতিষ্ঠানটি অনন্য। বিদ্যালয়টি সরকারি হলে আরও এগোবে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ