মির্জাপুরে খাদ্যদ্রব্যে পলিথিনের বস্তা ব্যবহারের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙা রোডে অভিযান চালান। এ সময় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক থাকলেও রাজীব রাইজ এজেন্সির মালিক রাজীব সরকার (২৮) ও একই এলাকার সওদাগর সিকদার পলিথিনের বস্তা ব্যবহার করছেন। এই অপরাধে রাজীব সরকারকে ১০ হাজার ও সওদাগর সিকদারের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।