মির্জাপুর উপজেলার বাসিন্দা রাশিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার আলমগীর জলিল বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। প্রবাসী বাংলাদেশি হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সিআইপি নির্বাচিত করে সরকার। গতকাল শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর হাতে সিআইপি সনদ তুলে দেন।
আলমগীর অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের কাউন্সিল চেয়ারম্যান এবং সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়ার সভাপতির দায়িত্বে আছেন। তিনি মির্জাপুর উপজেলার বহরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামের আব্দুস সামাদ মাস্টারের ছেলে। রাশিয়ার বাংলাদেশি কমিউনিটিতে তিনি ‘সবার বন্ধু আলমগীর’ নামে পরিচিত।
আন্তর্জাতিক অভিবাসী দিবসের উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৩টি আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত এনআরবি-সিআইপি তালিকা প্রকাশ করা হয়।
এতে বৈধ চ্যানেলে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে রাশিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার আলমগীর জলিল সিআইপি নির্বাচিত হন। এদিকে মির্জাপুর উপজেলার বাসিন্দা ইঞ্জিনিয়ার আলমগীর জলিল সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ।