Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চকরিয়ায় সালিসে এসে খুন, তিনজন আহত

কক্সবাজার ও পেকুয়া প্রতিনিধি

চকরিয়ায় সালিসে এসে খুন, তিনজন আহত

কক্সবাজারের চকরিয়ায় সালিসে এসে খুন হয়েছেন জয়নাল আবেদীন বদন (৪০) নামের এক ব্যক্তি। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার বদরখালী বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর তিন ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলার শিকার হন বদন। তিনি বদরখালী ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ে গতকাল সকালে সালিস বসে। জমিসংক্রান্ত বিরোধ নিরসনের জন্য মোহাম্মদ বদন ও তাঁর ভাইয়েরা সালিসে উপস্থিত হন। সেখানে প্রতিপক্ষ আবদুল জলিলের পুত্র মো. ছোটন, মো. সাগর ও মো. রাজিবও হাজির হন। একপর্যায়ে তাঁরা দা ও ছোরা নিয়ে বদন ও তাঁর ভাইদের ওপর হামলা চালান। এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো. বদন ও তাঁর ভাই বাচ্চু (২৯), মো. ওসমান (২২) ও আবদুল কাদেরে ছেলে মো. সাগর (২৪)। ঘটনাস্থলেই প্রাণ হারান বদন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ