চৌগাছা প্রতিনিধি
চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকার জনসাধারণকে ফাইজারের টিকার ১ম ডোজ দেওয়া হবে আজ বৃহস্পতিবার। উপজেলায় এই প্রথম ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ফাইজারের টিকা সংরক্ষণে জটিলতার কারণে এত দিন এ টিকা দেওয়া হয়নি। তবে আজ বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত ফাইজারের টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘ফাইজারের এক ভায়াল টিকা ৬ জনকে দেওয়া যায়। আজ ৫০৪ জনকে ৮৪ ভায়াল ১ম ডোজের টিকা দেওয়া হবে।’