Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কলেজে শীতকালীন ছবি প্রদর্শনী

নেত্রকোনা প্রতিনিধি

কলেজে শীতকালীন ছবি প্রদর্শনী

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শীতকালীন ছবি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কলেজ চলাকালীন সময়ে গতকাল প্রদর্শনী শুরু হয়। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে কলেজটির শহীদ বুদ্ধিজীবী আরজ আলী গ্রন্থাগারে ফিতা কেটে এবং মোমবাতি জ্বালিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

এরপর তিনি শহিদ বুদ্ধিজীবী আরজ আলী গ্রন্থাগারের দেয়ালে টাঙানো ১১ জন শিল্পীর মনোমুগ্ধকর চিত্রকর্মগুলো ঘুরে ঘুরে প্রদর্শন করেন।

চিত্র প্রদর্শন শেষে জেলা প্রশাসক কলেজটির একাদশ শ্রেণির চিত্রশিল্পীদের হাতে অভিনন্দনপত্র তুলে দেন।

অভিনন্দনপত্র পাওয়া চিত্রশিল্পীরা হলেন- স্বর্ণা সাহা, প্রমিত সরকার দীপ্র, সাকিব এস সামি, অর্পিতা রায় পূর্ণিমা, ঈশিকা অরুণিমা রোদসি, সুমিত সাহা, ফাহিয়া ইসলাম, আল নাঈম কবির আলফা, ফাহিয়া ইসলাম, সাদিয়া ওয়াজেদ তরী ও চিন্ময় কুমার সাহা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল বাসেত, উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মতিন ভূঁইয়া, নেত্রকোনা শিক্ষক পরিষদের সম্পাদক দীপঙ্কর কুমার সরকার, বাংলা বিভাগের অধ্যাপক বিধান মিত্র, সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, সাংবাদিক শ্যামলেন্দু পালসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে শহিদ বুদ্ধিজীবী আরজ আলী গ্রন্থাগারের বারান্দায় সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

আলোচনার শুরুতেই কলেজের সাংস্কৃতিক কর্মীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

জেলা প্রশাসকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্র নাসিফ কবীর নভ।

পরে অধ্যক্ষ নুরুল বাসেতের সভাপিতেত্ব এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. আবদুল মতিন ভূঞা ও শিক্ষক পরিষদের সম্পাদক দীপঙ্কর কুমার সরকার।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ