Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৮ জুলাই শিল্পকলায় ‘সে এক স্বপ্নের রাত’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

৮ জুলাই শিল্পকলায় ‘সে এক স্বপ্নের রাত’

দৃষ্টিপাত নাট্যদলের প্রযোজনায় আবারও মঞ্চে আসছে দলটির ২৫তম প্রযোজনা ‘সে এক স্বপ্নের রাত’। ৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে হবে নাটকটির মঞ্চায়ন। রচনা ও নির্দেশনায় খন্দকার তাজমি নূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, আবদুল হালিম, রফিকুল ইসলাম ও মতিউর রহমান।

নাটকে উঠে এসেছে দুজন মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। এ দুজন হলেন অর্ণব আর বেলা। তাঁদের সংসারে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায় এক শিশি সুগন্ধি। বেলা সেটি উপহার হিসেবে পায় তাঁর পুরোনো বন্ধু রাসেলের কাছ থেকে। সেটার ঘ্রাণ ঘরে যতই ছড়িয়ে পড়ে, দুজনের মধ্যে ততই দূরত্ব বাড়ে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নির্দেশক জানান, একটু ভিন্ন আঙ্গিকে তৈরি হয়েছে নাটকটি। দৃশ্য যত এগোবে গল্পের সঙ্গে ততই মিশে যেতে থাকবেন দর্শকেরা। নাটকের পাত্র-পাত্রীরা যে সুগন্ধি নিয়ে তর্কে জড়াবেন, সেই সুগন্ধির ঘ্রাণ মিলনায়তনের দর্শকও পাবেন। এমনকি যে কফির মগ হাতে অন্য ভুবনে হারিয়ে যাবেন অভিনেত্রী অধরা প্রিয়া, সেই কফির ঘ্রাণটাও পাবেন দর্শক। এভাবে নাটকের প্রতিটি মুহূর্তের সঙ্গে দর্শককে জড়িয়ে নেওয়া হবে।

অভিনেতা ও নির্দেশক তাজমি নূর বলেন, ‘নাটকের গল্পটি মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের। যে টানাপোড়েন এখন আমাদের চারপাশের মানুষের জীবনে প্রবলভাবে দৃশ্যমান। সেটাই একটি দম্পতির কথোপকথনে তুলে ধরার চেষ্টা হয়েছে। দর্শকের মনে ভিন্নতর এক বোধকে জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ