চরকিতে আলোচিত ‘টান’ সিনেমার ‘অবণি’ চরিত্র দিয়ে ভিন্ন ইমেজ তৈরি করেছেন অভিনেত্রী শবনম বুবলী। আবারও তিনি একই প্রতিষ্ঠানের ব্যানারে ‘অবণি’ হয়ে আসছেন ‘ফ্লোর নম্বর ৭’ সিনেমায়। এখনো চরকিতে প্রচারিত ‘টান’ সিনেমার রেশ কাটেনি। ঢাকার বাইরে থেকে এখনো দর্শকের ভালোবাসা পাচ্ছেন বুবলী। অনেকেই অবণি বলে ডাকছেন। যেন আগে থেকেই ঈদের আমেজে আছেন বুবলী। ঈদে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি পাচ্ছে তাঁর।
অবণি হয়ে ফেরা প্রসঙ্গে বুবলী বলেন, ‘টান থেকে একদম রিভার্স গল্প ফ্লোর নম্বর ৭। পরিচালক গল্প শোনানোর পরেই মনে হয়েছে, এই চরিত্র আমার জন্য। অসাধারণ একটি কাজ হয়েছে। সারা বিশ্বের বাংলাভাষী দর্শকদের উপযোগী করে তৈরি হয়েছে সিনেমাটি। আমার জন্য এটা ছিল চ্যালেঞ্জিং কাজ। ওটিটির প্রথম কাজ দিয়েই এতটা আলোচনা পাব, ভাবিনি। এবারও দর্শক হতাশ হবেন না।’
এই সময়ে ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যস্ত নায়িকা বুবলী। একের পর এক সিনেমা, ওয়েব ফিল্মে কাজ করছেন। শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রাখলেও সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করছেন। এখন ব্যস্ত আছেন হাফ ডজনের বেশি সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে। বিজ্ঞাপনেও তাঁর চাহিদা আকাশচুম্বী। বুবলী বলেন, ‘আমি নাম্বার ওয়ান বা ব্যস্ততম নায়িকা হব, এমনটা চাওয়া না। আমার চাওয়া সবাই মিলে আমাদের সিনেমাশিল্পের উন্নয়ন করা। আমি ভালো কাজ করার চেষ্টা করি। প্রতিটা কাজের পর নিজের জন্য, ইন্ডাস্ট্রির জন্য নতুন কী যোগ করতে পারলাম, সেটা খেয়াল রাখি।’
এবার ঈদে মেহেদির একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন বুবলী। পাশাপাশি ঈদের সর্বাধিক হলের সিনেমা হিসেবে মুক্তি পাবে তাঁর ‘বিদ্রোহী’। এতে তিনি শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। বুবলী বলেন, ‘ফর্মুলা সিনেমা। সিনেমা হলে দর্শক দেখে মজা পাবেন। অ্যাকশন, ফাইট, রোমান্স—সব মিলে তৈরি হয়েছে সিনেমাটি।’
২২ এপ্রিল থেকে কক্সবাজারে শুটিং করছেন ‘বিট্রে’ সিনেমার। বুবলী বলেন, ‘এটি অ্যাকশন ধাঁচের সিনেমা। গল্পটা এখনই বলতে চাচ্ছি না। এ ছবিতে নতুন এক বুবলীকে পাওয়া যাবে।’ ঈদের আগেই ঢাকায় ফিরবেন বুবলী, ঈদ করবেন পরিবারের সঙ্গে।