সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ত্রিশালে আওয়ামী যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন যুবলীগের ত্রিশাল উপজেলা শাখার সহসভাপতি শফিকুল ইসলাম সরদার ও বইলর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জামান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলা যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম সরদারের বিরুদ্ধে বইলর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদকে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কবীরের কার্যালয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ছাড়া বইলর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জামান দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে।
উপজেলার এই দুই যুবলীগ নেতাকে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা সভাপতির কাছে চিঠি পাঠানো হয়েছে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে যুবলীগের এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।