বান্দরবানের লামায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. সেলিম (৩২) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের পার্শ্ববর্তী চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সেলিম বামহাতির ছড়া এলাকার মো. আবুল হাসেমের পুত্র। তিনি মালয়েশিয়ায় প্রবাসে ছিলেন। আহতেরা হলেন দক্ষিণ বামহাতির ছড়া এলাকার জুলেহা বেগমের ছেলে মো. ফরিদ ও পূর্ব হাইদারনাশী এলাকার মৃত মো. হোসাইনের ছেলে মো. মাইনউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন সেলিম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ফরিদের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। এ সময় ফরিদ ও মাইনউদ্দিন আহত হয়।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, ‘মো. ফরিদ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়।’
লামা থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’