Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

টানা তিন কার্যদিবসে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তিন কার্যদিবসে সূচকের পতন

দেশের প্রধান দুই পুঁজিবাজারে দরপতন চলছেই। টানা তিন কার্যদিবস ধরে অব্যাহত সূচকের পতন দেখা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ৪৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। তবে লেনদেন কিছুটা বেড়েছে।

গতকাল লেনদেন হওয়া ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৯ পয়েন্ট কমে ৭ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমেছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১৪ কোটি ৬০ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকা। গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফরচুন সুজ, কাট্টালী টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ২০ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি শেয়ারের দাম।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ