রয়টার্স, ওয়াশিংটন
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের দেড় মাসেরও বেশি সময় পর পদত্যাগ করলেন আফগানিস্তানবিষয়ক শীর্ষ মার্কিন কূটনীতিক জালমি খলিলজাদ। গত সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সহকারী টম ওয়েটস। এর আগে গত শুক্রবার পদত্যাগপত্র জমা দেন খলিলজাদ।
আফগানিস্তানে জন্ম নেওয়া খলিলজাদ ২০১৮ সাল থেকেই এই পদে আছেন। ২০২০ সালে দোহায় তালেবানের সঙ্গে মার্কিন সরকারের যে চুক্তি হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন খলিলজাদ।