চট্টগ্রামের নাসিরাবাদে নবনির্মিত শিল্প সম্পর্ক শিক্ষায়তন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি আরও ৭টি ভবনের সঙ্গে এই ভবনটি উদ্বোধন করেন।
এ সময় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে কোনো প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকের মধ্যে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। মালিকদের সব সময় মনে রাখতে হবে, শ্রমিকেরা শ্রম দিয়েই মালিকের কারখানা চালু রেখে অর্থ উপার্জনের পথ করে দেন। আবার সেই সঙ্গে শ্রমিকদেরও মনে রাখতে হবে, এই কারখানাগুলো আছে বলেই তাঁরা কাজ করে খেতে পারছেন। কারখানাগুলো যদি ঠিকমত না চলে তাহলে নিজেদেরই ক্ষতি হবে।’
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে নতুন ভবনগুলোর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
অনেক সময় কিছু কিছু শ্রমিক নেতা বা কোনো কোনো মহল বাইরে থেকে উসকানি দিয়ে কলকারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টি করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অশান্ত পরিবেশ সৃষ্টি হলে কাজের পরিবেশও যে নষ্ট হবে।’
এই ভবনে শ্রমিকদের প্রশিক্ষণসহ নানা সুবিধা থাকবে বলে জানান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত।