মির্জাপুরের দেওহাটা এজে উচ্চবিদ্যালয় ও পৌর সদরের আলহাজ্ব শফিউদ্দিন মিয়া অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
দেওহাটা এ জে উচ্চবিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. রাইজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিল খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম প্রমুখ।
অপরদিকে আলহাজ্ব শফিউদ্দিন মিয়া অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যালয় স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে অধ্যক্ষ মো. মোশারফ হোসেন ও প্রভাষক মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।