পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়া পৌর শহরে নকল কসমেটিকস ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে এ জরিমানা করা হয়।
আর্মড পুলিশ সদস্যদের সহযোগিতায় পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া ও বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র এসব জরিমানা করেন। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে ওয়ালিদ কসমেটিকসকের মালিককে ২ হাজার ৫০০, রায়হান কসমেটিকসকের মালিককে ৪ হাজার, ভাই ভাই ফার্মেসির মালিককে ৭ হাজার এবং অর্ণব ফার্মেসির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, ‘ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব সময়ই স্বাগত জানায়। অনৈতিক যে কোনো কাজের ক্ষেত্রে ভোক্তা স্বার্থ সংরক্ষণে অভিযান চলছে।’