পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলায় ১০ ইউনিয়নে ৫৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময়ে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ভোগডাবুড়ি ইউনিয়নে মো. রুবায়েত হোসেন ডন, মো. আবু তাহের, মো. মতিয়ার রহমান, মো. রেয়াজুল ইসলাম, মো. নিয়াজ মোর্শেদ, সাজ্জাদ হোসেন চৌধুরী, হাফিজুর রহমান ও মুরাদ আলী প্রামানিক।
কেতকীবাড়ি ইউনিয়নে মো. রশিদুল ইসলাম, রবিউল ইসলাম স্বাধীন, মো. মাহবুল আলম প্রামানিক, রাকিব হাসান প্রধান, আশিকুর রহমান, আবু কামিম, মো. জহুরুল হক প্রামানিক।
গোমনাতি ইউনিয়নে জয়নাল আবেদীন, মো. রবিউল আলম, আব্দুর রহমান, আহমেদ ফয়সাল শুভ, আফজাল হোসেন চৌধুরী, মো. তহিদুর রহমান, আব্দুল হামিদ।
জোড়বাড়ি ইউনিয়নে মো. এহতেশামুল হক, মো. মনোয়ার হোসেন, সাখোয়াত হাবিব, মো. মোসলেম উদ্দিন শাহ, রজব আলী ও ফিরোজ পারভেজ।
বামুনিয়া ইউনিয়নে হলেন, মনোরঞ্জন রায়, মোমিনুর রহমান, মো. ওয়াহেদুজ্জামান বুলেট।
পাঙ্গামটকপুর ইউনিয়নে আব্দুল হাকিম ভুট্টো, এমদাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মো. নুরুজ্জামান।
বোড়াগাড়ি ইউনিয়নে মোছা. জেবুনন্নেছা আখতার, দীলিপ কুমার রায়, মতিরাম রায় ও আমিনুল ইসলাম রিমুন।
ডোমার সদর ইউনিয়নে মো. ফারুক হোসেন, মোসাব্বের হোসেন মানু, খন্দকার মোহাম্মদ আহমাদুল হক, আব্দুল মালেক, মাসুম আহমেদ ও হাফিজুল ইসলাম।
সোনারায় ইউনিয়নে সার্জেন্ট মো. তহিদুল ইসলাম (অব.), হযরত আলী, মো. আনোয়ার হোসেন, গোলাম ফিরোজ, বিমল কুমার রায়, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ ও ফজলুল করিম সরকার।