নড়াইলের লোহাগড়া উপজেলায় বাকা গ্রামে আধিপত্যের কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামের আখতার মোল্লার গ্রুপের সঙ্গে কামরুল মোল্লা গ্রুপের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত শনিবার রাতে মীমাংসার কথা বলে দুই গ্রুপ বসলেও আখতার মোল্লার গ্রুপের লোকজন কামরুল মোল্লা গ্রুপের ওপর অতর্কিত ভাবে দেশিও অস্ত্র রামদা, ছ্যানদা নিয়ে হামলা চালায়। এতে ওই গ্রামের ৫ জন মারাত্মক আহত হয়। আহতরা হচ্ছে আব্দুল্লাহ (৫৫), জিরু কাজি (৫৮), সুজন (৩০), মুমিন (৩০), রবিউল (৫৫)। তাঁদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুল্লাহ, মুমিন ও রবিউলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।