নবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রামকৃষ্ণ সাহা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামকৃষ্ণ সাহা সমসাবাদ গ্রামের নারায়ণ সাহার ছেলে। তিনি সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অনার্স তৃতীয়য় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, টিনের বসতঘরের চালার সঙ্গে রান্নাঘরের বিদ্যুৎ লাইনের তারের ছিদ্র তৈরি হয়ে পুরো বসত ঘর বিদ্যুতায়িত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় রাম কৃষ্ণ হাত-মুখ ধুয়ে বারান্দার জিআই তারে ভেজা গামছা ছড়াতে যান। এ সময় তিনি জিআই তার থেকে বিদ্যুতায়িত হন।
পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন তালুকদার বলেন, ‘রাত ৮টা থেকে ডিউটি অফিসার হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এ সময়ের মধ্যে এমন কোনো অভিযোগ পাইনি।’