ধনবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার পানি নেমে গেছে। এতে আমন ধানের খেতগুলো আবার সজীব হয়ে উঠেছে। বর্তমানে বাতাসের তালে তালে দুলছে ধানগাছ।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ধান খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। তাঁরা জানিয়েছেন, জমিতে পলি পড়ায় ধানগাছ বাড়ছে দ্রুত। কিছুদিন পর আসবে শিষ। বাড়ন্ত গাছ দেখে ভালো ফলনের আশা করা হচ্ছে।
উপজেলার মুশুদ্দি কামারপাড়া গ্রামের কৃষক আবদুল্লাহ-আল মামুন বলেন, পাঁচ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন তিনি। বর্তমানের খেত দেখে মনটা খুশিতে ভরে উঠছে তাঁর।
দরিচন্দবাড়ী গ্রামের কৃষক ওয়াহেজ আলী ও সুরুজ আলী বলেন, গতবার ধানের ভালো দাম পাওয়ায় উপজেলার কৃষকেরা এবার আরও আগ্রহ নিয়ে ধানের চারা রোপণ করেছেন। এ বছরও তাঁরা ধানের ভালো ফলন ও দামের আশা করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ৯ হাজার ৫০০ একর জমিতে আমন ধান চাষ হয়েছে। অধিকাংশ জমিতে কৃষক উচ্চ ফলনশীল ধানের জাত চাষ করেছেন। কৃষকেরা আগাম ব্যবস্থা নেওয়ায় রোগবালাই ছড়িয়ে পড়েনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে কৃষকেরা কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন।’